আজ রবিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় নাসিরাবাদ কনভেনশন হলে (সাবেক সমাবেশ ক্লাব) আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক, বিশিষ্ট আইনজীবী, চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রূপকার, স্বৈরাচার বিরোধী আন্দোলনের প্রাক্তন তুখোড় কেন্দ্রীয় ছাত্র নেতা,
চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেনকে নাগরিক অধিকার আন্দোলন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবাধিকার কর্মকান্ডে অবদান ও পেশাগত সাফল্যের জন্য হুজ হু বাংলাদেশসহ বিভিন্ন সম্মাননা প্রাপ্তিতে চট্টগ্রামের পাঁচলাইশ, চান্দগাঁও ও বায়েজিদ থানা এলাকার সামাজিক সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এক নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংবাদিকতায় একুশে পদকপ্রাপ্ত গুণীব্যাক্তি দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ইন্টারন্যাশনাল ইসলামি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল আজিম আরিফ, চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম পেয়ারুল ইসলাম ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল হাসেমসহ প্রমূখ। অনুষ্ঠানে নানা পেশাজীবী শ্রেণীর বিশিষ্টজনসহ গণমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে দলমত নির্বিশেষে শুভাকাঙ্ক্ষীদের যথাসময়ে উপস্থিত থাকার সনির্বন্ধ অনুরোধ জানিয়েছেন ব্যারিস্টার মনোয়ার হোসেন নাগরিক সম্বর্ধনা কমিটি চেয়ারম্যান বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এফ ইমাম আলী ও সদস্য সচিব বিশিষ্ট সামাজিক সংগঠক মোহাম্মদ হাসান নাছির।