চিরকুট লিখে আত্মহত্যা করেছেন কুমিল্লা মেডিকেল কলেজের (কুমেক) এক ইন্টার্ন চিকিৎসক। বুধবার রাত ১২টার দিকে মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত চিকিৎসকের নাম মিনহাজ আবেদিন ভূঁইয়া। ২৬ বছরের মিনহাজের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে বলে জানা গেছে।
কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল আজাদ জানান, মিনহাজ কুমিল্লা মেডিকেল কলেজের ২৪তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি ইন্টার্ন চিকিৎসক হিসেবে হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন।
কুমিল্লা কোতয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা জানান, বুধবার রাত ১০টায় মিনহাজের হাসপাতালে ডিউটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু রাত ১১টায় পরও তিনি ডিউটিতে না যাওয়ায় সহকর্মীরা মিনহাজকে খুঁজতে তাঁর কক্ষে যান। এ সময় এপ্রোন পরা অবস্থায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাঁর ঝুলন্ত মরদেহ দেখতে পান তাঁরা। ওই কক্ষে মিনহাজ একাই থাকতেন। সহকর্মীরা জানিয়েছে, কয়েকদিন ধরে মিনহাজ কারো সঙ্গে তেমন কথাবার্তা বলতেন না। ব্যক্তিগত জীবনে তেমন কোনো সমস্যার কথাও তারা জানেন না।
তিনি আরও জানান, ওই চিকিৎসকের কক্ষে একটি চিরকুটও পাওয়া গেছে।
এতে লেখা ছিলো ‘আমার মৃত্যুর জন্য আমি ছাড়া কেউ দায়ী না’। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।