ফিরিঙ্গী বাজার ওয়ার্ড ইফতার সামগ্রী বিতরণে সাবেক মেয়র
৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের নিজস্ব অর্থায়নে ও তাঁর পিতা মরহুম আবদুল আজিম স্মৃতি সংসদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দিন। কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩৩নং ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহমেদ, সংরক্ষিত কাউন্সিলর ৩৩, ৩৪ ও ৩৫ লুৎফুন্নেছা দোভাষ বেবী, অনুষ্ঠান সঞ্চালনা করেন, মহানগর যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম। এতে আরো উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ হোসেন, সদস্য কাজী বেলাল আহমেদ, আওয়ামী লীগ নেতা রায়হান ইউসুফ, ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুল হাই, আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন সেকান্দর, মোঃ তারেক সর্দার, মোঃ হোসেন সওদাগর, আব্দুল আজিজ ইদু, হাজী নাছির আহমেদ, মহানগর যুবলীগ সাবেক সদস্য লিটন রায় চৌধুরী, খোরশেদ আলম রহমান, সাবেক ছাত্রনেতা সাইফুদ্দিন আহমেদ, মহানগর যুবলীগ সাবেক সদস তানভীর আহমেদ রিংকু, ইউনিট আওয়ামী লীগ নেতা মাসুদ করিম, ইসতেহার উদ্দিন পারভেজ, আফসার উদ্দিন আহমেদ, ওসমান গণি বাবলু, মিজানুর রহমান, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল আজিজ, এনামুল হক, আবদুল মতিন, মহানগর যুবলীগ নেতা আতিকুর রহমান, মোঃ কামরুজ্জামান, মহানগর ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক অসিউর রহমান, যুবলীগ নেতা মোঃ তাজউদ্দিন, মোঃ নাদিম, আকতার মিয়া, আমিনুল ইসলাম সাহেদ, শফিউল আলম জনি, মোঃ সোহেল হক, মোহাম্মদ আজম, নজরুল ইসলাম, কোতোয়ালী থানা ছাত্রলীগের সভাপতি অনিন্দ্য দেব, ছাত্রনেতা আসিফুল হক সিফাত, ইসতিয়াক আহমেদ, রিজভী, সম্রাট, মোঃ আবদুল জুয়েল প্রমুখ।
প্রধান অতিথি বলেন, ফিরিঙ্গী বাজার ওয়ার্ডের জনপ্রতিনিধি হাসান মুরাদ বিপ্লব একজন মানবিক মানুষ। তিনি ধর্মীয় অনুশাসনকে মনে প্রাণে ধারণ করেন এবং এটায় একজন মুমিনের চারিত্রিক বৈশিষ্ট্য। তিনি আরও বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার এবং জনকল্যাণমুখী সরকার। আর এইসব সম্ভব হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দক্ষ এবং বিচক্ষণতায় রাষ্ট্র পরিচালনায়।