রাজধানীতে জমজমাট ইফতার মাহফিল করেছে জাতীয় পার্টি। রোববার রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে এই ইফতার আয়োজনে রাজনীতিবিদ, কূটনীতিক ও বিশিষ্টজনরা অংশ নেন।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, বর্তমান বিশ্ব এক ভয়াবহ অবস্থা অতিবাহিত করছে। আমরা চাই, পবিত্র এই মাহে রমজানে সবার শুভবুদ্ধির উদয় হোক। আমরা যেন এই পৃথিবীতে শান্তিপূর্ণ সহঅবস্থান নিশ্চিত করতে পারি।
দলীয় এই ইফতার আয়োজনে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ উপস্থিত ছিলেন না। এ ছাড়া তার অনুসারী বলে পরিচিত নেতাদেরও দেখা যায়নি।
ইফতার মাহফিলে আওয়ামী লীগ নেতাদের মধ্যে দলটির প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী অংশ নেন। এ ছাড়া জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জেএসডি সভাপতি আসম আব্দুর রব, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু প্রমুখ অংশ নেন।
বিশিষ্টজনদের মধ্যে মানবজমিন এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বেরোবির সাবেক ভিসি প্রফেসর নাজমুল আহসান কলিমুল্লাহ প্রমুখ ইফতার মাহফিলে অংশ নেন।
কূটনীতিকদের মধ্যে অংশ নেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস, বৃটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রোসটার, চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, ফ্রান্সের রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই, কানাডার হাইকমিশনার লিলি নিকোলস, সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, নেদারল্যান্ডসের উপ-রাষ্ট্রদূত দাইজ ওজট্রা, ইরানের রাষ্ট্রদূত মানসুর চারূসী, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারী, কসোভোর রাষ্ট্রদূত গুনের উরেয়া, ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার ইফতার মাহফিলে অংশ নেন। এ ছাড়া ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের প্রতিনিধিসহ বেশ কয়েকটি দেশের দূতাবাসের পদস্থ কর্মকর্তাগণ এতে অংশ নেন।
জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সৈয়দ আবু হোসেন বাবলা, এডভোকেট সালমা ইসলাম এমপি, প্রেসিডিয়াম সদস্য শেখ সিরাজুল ইসলাম, এডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া প্রমুখ নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যানের বিশেষ দূত এবং উপদেষ্টা মাসরুর মাওলা।
জাতীয় পার্টির জমজমাট ইফতার মাহফিল
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন