হাটহাজারীতে যানজট সৃষ্টি, অবৈধ পার্কিং ও ড্রাইভিং লাইসেন্স না থাকার অপরাধে ১৩ সিএনজি চালককে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) বিকালে হাটহাজারী পৌরসভার বিভিন্ন পয়েন্টে যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, যানজট নিরসন পৌরসভার তিনটি পয়েন্টে ৪ জন তদারক নিয়োগ করা হয়। বাসস্ট্যান্ড গোলচত্বরের রাঙ্গামাটি মহাসড়ক অংশে একজন, খাগড়াছড়ি মহাসড়ক অংশে একজন জন, ত্রিবেণী মোড় এলাকায় একজন, জাগৃতি তথা কলেজ গেইট মোড়ে একজন তদারক নিয়োগ করা হয়।
তারা এই পয়েন্টগুলোতে হাটহাজারীর ট্রাফিক বিভাগকে সহযোগিতা প্রদান করবে। বিশেষ করে এ সকল স্থানে যেকোন ধরনের পরিবহন যেন যানজট সৃষ্টি করতে না পারে তা নিশ্চিত করতে কাজ করবে।
অভিযানের অংশ হিসেবে কাচারি সড়কে দোকানের সামনে নির্মিত বেশ কয়েকটি স্থাপনা ও বর্ধিত অংশ উঠিয়ে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, যানজট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে জেলা প্রশাসক স্যারের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। সে প্রেক্ষিতে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসকের পক্ষ থেকে সবধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে। এ বিষয়ে সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।