নওগাঁয় র্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জড়িত র্যাব সদস্যদের সরিয়ে দিতেও নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার এ বিষয়ে এক আবেদনের শুনানি করে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহবুব উল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন এডভোকেট মনোজ কুমার ভৌমিক। পরে তিনি সাংবাদিকদের বলেন, নওগাঁ জেলা জজ ও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে রেখে উচ্চ ক্ষমতাসম্পন্ন এ কমিটি গঠন করতে মন্ত্রিপরিষদ সচিবকে নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৬০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
জেসমিনের মৃত্যুর ঘটনা তদন্তের নির্দেশ হাইকোর্টের
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন