পটিয়ার কেলিশহরের ৯ নম্বর ওয়ার্ডে আগুনে পুড়েছে চিন্তাহরণ মাস্টারের বাড়ির বিপ্লব দাশের বসতঘর।
শুক্রবার (৭ এপ্রিল) ভোররাত তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে গ্রামবাসী এসে আগুন নিভিয়ে ফেলেন। তবে তার আগেই মাটির দেয়াল ছাড়া সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
বিপ্লব দাশ বলেন, আমাদের ধারণা পূর্বশত্রুতার জের ধরে ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। বিষয়টি আমরা থানায় জানিয়েছি। পুলিশের একটি টিম বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করেছে।