গতকাল ৭ এপ্রিল বিকালে নগরীর একটি রেস্তোরাঁয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের প্রাণের সংগঠন প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সভা ও মাহে রমজান উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সমিতির সিনিয়র সদস্য প্রফেসর মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সভায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনোয়ার হোসেন। তিনি বলেন, “রমজানে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করে যে কোন সংগঠন এগিয়ে যেতে পারে। এই জন্য নাসিরাবাদ স্কুলের প্রাক্তন ছাত্ররা এ লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন। এ লক্ষ্যে সবাইকে অতীতের সব ভুল ভ্রান্তি ভূলে গিয়ে এগিয়ে আসার আহবান জানাই।”
এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীর। সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক সরকার কামরুল মামুনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন সাবেক সদস্য সচিব মো. শাহাবুদ্দিন হাসান বাবু। বক্তব্য রাখেন ডা. শেখ মজিবুর রহমান, মোসলেম উদ্দিন, দিদারুল আলম, তোফাজ্জল হোসেন, জাবেদ হায়দার ইসলাম, তসলিম উদ্দিন, মো. মফিজুর রহমান, আলী ওসমান রাজু ও শফিকুল ইসলাম স্বপন প্রমূখ।
সভায় প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন ও সরকারী র্রেজিস্টার্ড সংস্থা প্রাক্তন ছাত্র সমিতির কর্মকাণ্ড আরো গতিশীল করার লক্ষ্যে আগামী ২৬ মে নির্বাচনের সিদ্ধান্ত গৃহীত হয়। সদস্য সংগ্রহ কার্যক্রম ২০ মে পর্যন্ত চলমান থাকবে। সদস্য ফি আপাতত ফ্রি করে দেয়া হয়েছে। যারা এক বৎসর পর্যন্ত স্কুলে পড়াশোনা করেছেন তাঁরা এ সংগঠনের সদস্য হতে পারবেন।
বক্তারা বলেন, ১৯৮৯ সালে এই সমিতির প্রতিষ্ঠা হয়েছিলো স্কুল ছাত্র সংসদের ৭৪-৭৫ সালে সর্বশেষ নির্বাচিত জিএস ব্যারিস্টার মনোয়ার হোসেনের উদ্যোগে। ১৯৯২ সালে প্রথম জাঁকজমকপূর্ণ প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রাক্তন ছাত্র প্রথম কমিটির সভাপতি ছিলেন বিশিষ্ট গার্মেন্টস শিল্পপতি মরহুম ফয়েজুল করিম ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার মনোয়ার হোসেন। ২০১০ সালে সমিতি দ্বিতীয় ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠান এবং ২০১৮ সালে স্কুলের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করে। ৩৩ বৎসরের ঐতিহ্যবাহী এ সমিতিতে সদস্য হওয়ার জন্য বক্তারা প্রাক্তনদের প্রতি আহ্বান জানান।