মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই প্রতিনিধি
কাপ্তাই জেটিঘাট বাজার যেন একটি কলার হাট। সপ্তাহের প্রতি হাটে এই বাজারে শুধু বাংলা কলাই বেচা-বিক্রি হয় ১০ থেকে ১২ লাখ টাকার। কাপ্তাই উপজেলার ব্যবসার প্রাণকেন্দ্র এই জেটিঘাট। সাপ্তাহিক প্রতি শনিবার এখানে হাট বসে। ওইদিন বাজারে থাকে লোকে লোকারণ্য। কাপ্তাই হ্রদের পাশেই এই জেটিঘাট বাজার। প্রতি হাটের দিন নৌপথে শত শত ইঞ্জিন চালিত বোটে করে বাংলা কলা নিয়ে ঘাঁটে আসতে থাকে দূর-দূরান্তের উপজাতীয়রা। এসব কলা কিনতে জড়ো হয় শত শত কলা বেপারি।
স্থানীয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই বাজারে বিভিন্ন ফলমূল, তরিতরকারী বিক্রি হলেও সাপ্তাহিক বাজারের দিন শুধু বাংলা কলাই বিক্রি হয় প্রায় ১০-১২ লাখ টাকার। বিলাইছড়ি উপজেলা সদর, ধুপশীল, লতাপাহাড়, ফারুয়া, রাইক্ষং, কেংড়াছড়ি, কাপ্তাইয়ের হরিনছড়া, বারুদগোলা সহ বিভিন্ন জায়গা থেকে পাহাড়ি বিক্রেতারা সাপ্তাহিক বাজারে এই কলা নিয়ে আসে বিক্রি করতে। রমজান মাস থাকায় এখন কলার চাহিদাও বেশি বলে ক্রেতা বিক্রেতারা জানায়।
শনিবার বাজারে কথা হয় হরিনছড়া এলাকার কৃষক আনন্দ জয় তনচংগ্যা, শ্যামল তনচংগ্যা এবং কেংড়াছড়ির সাধনময় চাকমার সাথে। তারা জানায়, নিজস্ব বাগানের উৎপাদিত এসব কলা আমরা জেটিঘাট বাজারে প্রতি শনিবার নিয়ে আসি। গত শনিবার বৈরী আবহাওয়ার কারণে কলা বিক্রি করতে না পারলেও এই শনিবার(৮ এপ্রিল) আনার সাথে সাথে সব কলা বিক্রি হয়ে গেছে। এই কলা বিক্রি করে আমরা মাসে অনেক টাকা আয় করি, এতে আমাদের সংসারও বেশ ভালই চলছে।
কাপ্তাই জেটিঘাটে দীর্ঘ ১৫ বছর ধরে সাপ্তাহিক বাজারে কলা কিনতে আসেন রাঙ্গুনিয়া শান্তি নিকেতনের ব্যবসায়ী প্রদীপ কুমার দে। তিনি জানান, রমজান মাসে কলার দাম একটু বেশি। তবে আমরাও এখান থেকে কলা নিয়ে বিক্রি করে লাভবান হচ্ছি।
বিগত ২০ বছর ধরে জেটিঘাট থেকে কলা নিয়ে শহরের বিভিন্ন স্পটে বিক্রি করেন বাঁশখালির কলা ব্যবসায়ী ইব্রাহীম। তিনি বলেন, সমতলে পাহাড়ি এই কলার বেশ চাহিদা রয়েছে। বাংলা কলা খুবই সুস্বাদু। আমি প্রতি সপ্তাহে ২ থেকে ৩টি ট্রাকে করে শহরে এই কলা নিয়ে যাই।
কথা হয় ঘাঁট শ্রমিক আবু ইউসুফ, নুরনবী সহ আরও কয়েকজনের সাথে। তারা সকলে জানান, সাপ্তাহিক শনিবার বাজারে প্রচুর পরিমান কলা এই ঘাট দিয়ে আসে। সকাল থেকে দুপুর অবদি চলা বাজার থেকে আমরা প্রতি হাটের দিন মাথাপিছু গড়ে ৬-৭শ’ টাকার মতো আয় করি এই কলা লোড-আনলোড করে।
কাপ্তাই জেটিঘাট সাপ্তাহিক কলার হাটে ১২ লাখ টাকা বেচাবিক্রি

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন