সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরির মাধ্যমে এবার ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, সংবিধানের দোহাই দিয়ে ভোট চুরির মাধ্যমে এবার ক্ষমতায় যাওয়া যাবে না। কোন সুযোগ নেই। ভোট চোরদের তালিকা করা হচ্ছে, ভোট চোরদের চিহ্নিত করা হচ্ছে। এবার ভোট চোরদের বিরুদ্ধে দেশের ভেতরে বাইরে স্যাংশন আসবে। পালিয়ে যাবার কোন সুযোগ নেই। রোববার সন্ধ্যায় রাজধানীর দারুস সালামে এসএ খালেকের বাসভবনে ঢাকা মহানগর উত্তর দারুস সালাম থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার অত্যন্ত কঠিন সময় পার করছে। তারা নিপীড়ন ও নির্যাতন চালাচ্ছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান বলেন, আজ দেশের অর্জিত স্বাধীনতা নাই জনগণের ভোটের অধিকার ও মানবাধিকার ভূলুণ্ঠিত।
ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেন, আমাদের যখন আন্দোলনের ডাক আসবে, তখন আমাদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।
দারুস সালাম থানা বিএনপির আহ্বায়ক একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী এসএ সিদ্দিক সাজুর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, নির্বাহী সদস্য সাঈদ সোহরাব, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদ, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, সদস্য হাজী মো. ইউসুফ, হুমায়ুন কবির রওশান, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাংগঠনিক সম্পাদক সাইদুর ইসলাম সাইদুল।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মিরপুর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী মো. দেলোয়ার হোসেন দুলু, মহিলা দল নেত্রী মিসেস রুনা লায়লা রুনা, স্বপ্না আহম্মেদ, দারুস সালাম থানা বিএনপির আরিফ মৃধা, আবু সায়েম মন্ডল, বকুল মিয়া, আলমগীর হোসেন ভুট্টো, এইচ এম ইমরান, হুমায়ুন কবির, আমানুল্লাহ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মহানগর সদস্য এবিএমএ রাজ্জাক ও ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজ।