আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমি নিজের পয়সায় ঘড়ি কিনি না। এতো টাকা দিয়ে ব্র্যান্ডের ঘড়ি কেনা আমার পক্ষে সম্ভব না। আমার বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী তারা আমার জন্য নিয়ে আসে সেটা আমি রাখি গিফট হিসেবে। এগুলো কেনার সামর্থ্য আমার নেই। ভয়েস অফ আমেরিকাকে দেয়া সাক্ষাতকারে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের আরও বলেন, আমার মনে পড়ে না, ইউনিভার্সিটি লাইফে একটা সাধারণ ঘড়ি বোধহয় কিনেছিলাম, তারপর আর কোনো ঘড়ি কেনার ইতিহাস নেই। ওগুলা গিফট আইটেম। কাজেই কোনটা ভালো, কোনটা মন্দ সেটি আমি দেখি না। যখন যেটা ভালো লাগে সেটা আমি পরি।
নিজের পয়সায় ঘড়ি কিনি না, উপহার হিসেবে পাওয়া-কাদের
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন