লিওনেল মেসির সঙ্গে চুক্তি বাড়াতে চায় প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বার্সেলোনা ফেরাতে চায় নিজেদের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলারকে। সৌদি আরবের ক্লাব আল হিলাল মেসিকে ভেড়াতে টাকার বস্তা নিয়ে নেমেছে। ক্লাবের মালিকানার অংশ দিয়ে আর্জেন্টাইন সুপারস্টারকে দলে টানতে চায় এমএলএস দল ইন্টার মায়ামি। মেসির ভবিষ্যত আসলে কী? পিএসজির প্রস্তাবে মেসির নীরবতা বার্সেলোনা, আল হিলাল কিংবা মায়ামির প্রত্যাশার কারণ। ইউরোপিয়ান গণমাধ্যমের খবর, ন্যু-ক্যাম্পেই ফেরার সম্ভাবনা সবচেয়ে বেশি মেসির। তবে খোদ আর্জেন্টিনা অধিনায়ক জানেন না নিজের পরবর্তী গন্তব্য কোথায়।
২০২১ সালে অভাবনীয়ভাবে বার্সেলোনা ত্যাগ করেন লিওনেল মেসি। যোগ দেন পিএসজিতে। মেসির প্যারিস যাত্রার পর সময়ে সময়ে তাকে ফেরানোর কথা বলেছে বার্সেলোনা। তবে সাম্প্রতিক সময়ে আলোচনাটা তুঙ্গে।
আগামী জুনে পিএসজির সঙ্গে মেসির দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হবে। ইউরোপিয়ান গণমাধ্যমগুলো খবর, বেতন না কমালে পিএসজির সঙ্গে নতুন চুক্তি করতে পারবেন না মেসি। আর এই মোক্ষম সুযোগটাই কাজে লাগাতে চাইছে ব্লাউগ্রানারা। নানা গুঞ্জনের মধ্যে এবার মুখ খুললেন মেসি। ফ্রান্সের খ্যাতনামা প্রসাধনী ফ্যাশন হাউস লুই ভিতোঁর এক বিজ্ঞাপনচিত্রের প্রচারণার জন্য ধারণকৃত বিবৃতিতে নিজের ভবিষ্যত নিয়ে কথা বলেন মেসি। তিনি বলেন, ‘এরপর কী হবে, আমার ভবিষ্যত কোথায়Ñ জানি না। আমি কল্পনা করতে পছন্দ করি। কী হতে পারে, তা নিয়ে ভাবতে পছন্দ করি। কিন্তু আমি সত্যিই জানি না, আমার ভবিষ্যত কোথায়। সৃষ্টিকর্তা যেখানে রেখেছেন, সেখানেই হবে।’
যে যাই বলুক, বার্সেলোনার হর্তাকর্তারা নাছোড়বান্দা লিওনেল মেসিকে ফেরাতে। বার্সার সমর্থকরাও প্রহর গুনছেন কিংবদন্তির পথ চেয়ে। ব্লাউগ্রানাদের একেক ম্যাচে মেসি নামের স্লোগান দিয়ে মুখরিত হচ্ছে ন্যু-ক্যাম্পের গ্যালারি। সভাপতি হুয়ান লাপোর্তা বলছেন, মেসির জন্য চিরদিন বার্সেলোনার দরজা খোলা। দলটির পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি তো আগামী মৌসুমে মেসির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার স্বপ্নও বুনছেন।