চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নোমান আল মাহমুদকে জয়ী করতে দলীয় কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
শনিবার ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় এ আহবান জানান মেয়র। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, তৃণমূল আওয়ামী লীগ থেকে দীর্ঘ লড়াই সংগ্রাম করে উঠে আসা নোমান আল মাহমুদ প্রধানমন্ত্রীর একজন বিশ^স্ত কর্মী হিসেবে মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। উনাকে বিজয়ী করতে মতভেদ ভুলে বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীকে মাঠে থেকে কাজ করতে হবে।
সভায় প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেন, চট্টগ্রামের মাটিতে আওয়ামী লীগের শক্তিশালী অবস্থানের জানান দিতে নোমান আল মাহমুদকে জয়ী করতে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে। চট্টগ্রাম-৮ আসনের প্রতিটি মানুষের কাছে নোমান আল মাহমুদের নির্বাচনী অঙ্গিকার ও বার্তা পৌঁছে দিতে হবে।
৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাউন্সিলর এম আশরাফুল আলমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মঞ্জুর হোসাইন, মো. আলমগীর দিদারুল আলম, হুমায়ুন কবির, সেলিম উল্লাহ, আবুল কালাম, শাহীন আরা বেগম, এস এম আসাদুজ্জামান, এম এ নাছির, আলহাজ¦ কুতুব উদ্দিন, মো. নুর উদ্দিন।