চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদের পক্ষে বহদ্দারহাট, মোহরা, ওক্সিজেন, আমিন জুট মিল, বিবিরহাট, ও পাঁচলাইশে প্রচারণা করেছেন চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের নেতা ও খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার মনোয়ার হোসেন। এসময় বিভিন্ন সমাবেশে তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে সরকারের অভুতপূর্ণ উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নৌকা মার্কায় নোমান আল মাহমুদকে কে আগামী ২৭ এপ্রিল জয়যুক্ত করতে আহবান জানান।তিনি ভোটারদেরকে নির্বিগ্নে ভোট কেন্দ্রে এসে যার মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে উৎসাহিত করেন।
গণসংযোগটি ১৫ এপ্রিল শনিবার দুপুরে বহদ্দারহাট থেকে শুরু হয়ে পশ্চিম ষোলশহরে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন কাজী মুহাম্মদ শহীদুল্লাহ, প্রকৌশলী এস এম মিজানুর রহমান শিশির, নাগরিক ফোরামের সংগঠনের সাংগঠনিক সম্পাদক এম মনসুর আলম, গোলাম রসূল মান্নান, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক সালাউদ্দিন রকি, ছড়াকার তসলিম খাঁ, চান্দগাঁও থানার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ইমণ, বায়েজিদ থানা সভাপতি মোহাম্মদ নূর, রনি ধর, আব্দুল কাদের, মেহেরুন নিপা ও সাহেদাত হোসেন প্রমূখ।