১৭ এপ্রিল ২০২৩ বিকেল ২:৩০ টায় চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ক্লাব (ক্যাম্পাস) এর উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষদের ইফতার ও ঈদ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ইফতার ও উপহার সামগ্রী প্রদান করেন চট্টগ্রাম বিশ^বিবিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। এসময় চবি ক্লাব (ক্যাম্পাস) এর সভাপতি প্রফেসর ড. জহুরুল আলম, সাধারণ সম্পাদক ড. মইনুল ইসলাম, চবি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার, সহকারী প্রক্টর জনাব অরুপ বড়ুয়া, ক্লাবের কার্যকরী সদস্য প্রফেসর ড. মোহাম্মদ মোশারফ হোসেন ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাননীয় উপাচার্য উপস্থিত সকলকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানান। তিনি বলেন, সিয়াম সাধনার মাস পবিত্র রমজান। সংযমের এ মাসে সমাজের বিত্তশালীসহ সকলে সুবিধাবঞ্চিত মানুষের পাশে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসলে তাদের দুঃখ-দুর্দশা অনেকটা লাঘব হয়। চবি ক্লাব (ক্যাম্পাস) আজকে যে আয়োজন করেছে তা অত্যন্ত প্রশংসার দাবীদার।
চবি বিভিন্ন অফিসে দৈনিক ভিত্তিতে এবং বিনাবেতনে নিয়োজিত প্রায় ১০৯ জন কর্মচারীসহ ক্যাম্পাসে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এ ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়।