শফিউল আলম, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ ঈদের দিন মর্মান্তিক মোটরসাইকেল দুর্ঘটনায় আদিল ফয়সাল ওরফে রায়হান (২১) নামে এক তরুনের মৃত্যু হয়েছে৷ শনিবার (২২ এপ্রিল) সকাল ৬টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ইছাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। রায়হান রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সর্তা গ্রামের শাহাজান ফকির বাড়ির মো. সোলায়মানের ছেলে। ১ বোন ৩ ভাইয়ের মধ্যে সবার ছোট ছিলেন রায়হান। চিকদাইর উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস করে একটি কলেজে একাদশ শ্রেণীর ভর্তি হন। পড়ালেখার পাশাপাশি রমজান মাসের বেকার সময় কাটানোর জন্য দুই মাস আগে একটি কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠানে চাকরি নেন। শনিবার (২২ এপ্রি) বেলা সাড়ে ১১টায় নিহতের বাড়িতে গিয়ে দেখা যায়, ঘরের বাইরে ঝুলছে তালা। ঈদে বেড়াতে আসা লোকজন মৃত্যুর সংবাদ শুনে বেদনার ছাপ নিয়ে বসে আছেন ঘরের সামনে, আবার কেউ কেউ ফিরে যাচ্ছেন। নিহতের স্বজনরা জানান, শনিবার সকালে তার কর্মস্থল হাটহাজারী থেকে রাউজান ফেরার পথে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের হাটহাজারী উপজেলার ইছাপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় রায়হান গুরুতর আহত হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চিকদাইর ইউনিয়ন পরিষদের ১নং প্যানেল চেয়ারম্যান মোদাচ্ছের হায়দার বলেন, সকালে মোটরসাইকেল দুর্ঘটনায় রায়হান নামে এক তরুনের মৃত্যু হয়েছে। রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজাদ বলেন, রায়হান নামে এক ছেলে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হন। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈদের দিন সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো রায়হান
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন