দেশের ২২তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু। আজ বেলা ১১টায় বঙ্গভবনের দরবার হলে নবনির্বাচিত প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা যোগ দেন। এ ছাড়াও শপথ অনুষ্ঠানে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেন।
প্রেসিডেন্টের প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের পরপরই প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ তার উত্তরাধিকারী নতুন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চেয়ার বদল করেন। এর মধ্য দিয়ে প্রেসিডেন্ট আবদুল হামিদের স্থলাভিষিক্ত হন নতুন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। এরপর নতুন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিনকে ফুল দিয়ে বরণ করেন বিদায়ী প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ মিনিটের মধ্যেই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শেষ হয়।
এরপর শুরু হয় বিদায়ী প্রেসিডেন্ট আবদুল হামিদকে বঙ্গভবন থেকে বিদায়ের প্রস্তুতি। বেলা ১২টার দিকে দীর্ঘ ১০ বছর পর বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেবেন প্রেসিডেন্ট আবদুল হামিদ। উঠবেন রাজধানী নিকুঞ্জের নিজ বাসভবন ‘রাষ্ট্রপতি লজে’।
মো. সাহাবুদ্দিন চুপ্পু ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। পাবনা শহরের পূর্বতন গান্ধী বালিকা বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি পর্যন্ত পড়ে রাধানগর মজুমদার অ্যাকাডেমিতে ভর্তি হন চতুর্থ শ্রেণিতে।