নিজস্ব প্রতিনিধি: টেকনাফের কর্মরত সংবাদকর্মী শামসুদ্দীন দূর্বৃত্তের হামলায় রক্তাক্ত হয়েছে। এ ঘটনায় অজ্ঞাত বিবাদীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ সুত্রে জানা যায়, সোমবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫ ঘটিকার সময় পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে টেকনাফ বাস ষ্টেশন হোটেল স্কাই ভিউর সামনের প্রধান সড়কে অজ্ঞাত নামা ৩ মোটর সাইকেল আরোহী সংবাদকর্মী শামসুদ্দীন (৩৮) কে পিছন থেকে ধাক্কা দেয়। এভাবে ধাক্কা দেওয়ার প্রতিবাদ করলে মোটর সাইকেল থেকে নেমে পিছন থেকে আসিয়া একজন তাকে মাথায় ইট মেরে রক্তাক্ত জখম করে। দৃর্বৃত্তের ইটের আঘাতে সংবাদকর্মী শামসুদ্দীন’র মাথা ফেটে প্রচুর রক্ত ক্ষরণ হয়। আহত শামসুদ্দীন জানান, উক্ত ঘটনায় চিকিৎসা শেষে অজ্ঞাত বিবাদীদের বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উক্ত ঘটনায় সংশ্লিষ্ট অপরাধীদের চিহ্নিত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ।
টেকনাফে দূর্বৃত্তের হামলায় সংবাদকর্মী শামসুদ্দীন রক্তাক্ত
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন