হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সকালে জাপান সফরে যাওয়ার আগে লাউঞ্জটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এসময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীসহ মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিভিআইপি লাউঞ্জটি উদ্বোধনের পরপরই জাপানের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৭টা ৫৬ মিনিটে প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে। জাপান সফর শেষে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর করবেন প্রধানমন্ত্রী। তিন দেশ সফর শেষে আগামী ৯ই মে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন