দীর্ঘ সময় পর ৮টি সিনেমা মুক্তি পেয়েছে এবারের ঈদে। এত সিনেমা এক ঈদে মুক্তি যেমন রিস্ক বলেছিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা, অন্যদিকে অনেকে আবার চলচ্চিত্রের সুদিন ফেরার আভাস দিয়েছিলেন। তবে সিনেমা মুক্তির আগে ও পরে ঈদের সিনেমা সংশ্লিষ্টদের মাঝে কাদা ছোড়াছুড়ির বিষয়টি অত্যন্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন চলচ্চিত্র অঙ্গনের গুণীজনেরা। একে অপরকে অপমান করে নিজেদের ছবির প্রচারণা সিনেমা অঙ্গনের জন্য একটি অশনি সংকেতও মনে করেন তারা।
সবকিছুর পরও ঈদের প্রথম তিনদিনে ঈদের সিনেমার ফলাফল বেশ আশা ব্যাঞ্জক। বিশেষ করে শাকিব খানের ‘লিডার, আমিই বাংলাদেশ’ মুক্তি পেয়েছে ১০০টি হলে। আর বাপ্পী চৌধুরীর ‘শত্রু’, অনন্ত-বর্ষার ‘কিল হিম’, আদর-বুবলীর ‘লোকাল’, সজল-পূজার ‘জ্বীন’, ববি-রোশানের ‘পাপ’, অপু বিশ্বাস-জয়ের ‘প্রেম পিরিতির বন্ধন’ আর ঐশীর ‘আদম’ সিনেমাগুলো মুক্তি পেয়েছে বাকি প্রায় অর্ধশতাধিক হলে। এরমধ্যে সিঙ্গেল স্ক্রিন ও সিনেপ্লেক্স মিলিয়ে এগিয়ে আছে শাকিব-বুবলী অভিনীত ও তপু খান পরিচালিত ‘লিডার’ সিনেমাটি। অনেক বন্ধ হলও খুলেছে ছবিটি প্রদর্শনের জন্য। ঢাকার বাইরে সব থেকে ভালো চলছে ছবিটি।
তাছাড়া সিনেপ্লেক্স এর সব শাখা ও যমুনা ব্লকবাস্টারেও ভালো যাচ্ছে বলেও খোঁজ নিয়ে জানা গেছে। অন্যদিকে বাপ্পী চৌধুরী অভিনীত ‘শত্রু’ ছবিটি এখন পর্যন্ত দ্বিতীয় অবস্থানে রয়েছে।
২৪টি হলে মুক্তি পাওয়া ছবিটির দর্শক প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন বেড়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, ঢাকা ও ঢাকার বাইরের সিঙ্গেল স্ক্রিনগুলোতে দর্শক আসনের ৬০ থেকে ৮০ ভাগ উপস্থিতি ছিল ‘শত্রু’ দেখার জন্য। অন্যদিকে সিনেপ্লেক্স ও ব্লকবাস্টারে অনন্তর ‘কিল হিম’ ভালো চলেছে।
তবে ঢাকার বাইরে ছবিটির অবস্থা খুব একটা ভালো নয়। এ ছাড়া জাজ মাল্টিমিডিয়ার ‘জ্বীন’ ছবিটি ঘিরে সিনেপ্লেক্স এর দর্শকদের মাঝে আগ্রহ দেখা গেছে। কিন্তু একই প্রযোজনা সংস্থার ‘পাপ’ সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ কম। অন্যদিকে সাইফ চন্দন পরিচালিত আদর ও বুবলী অভিনীত সিনেমা ‘লোকাল’ সিনেপ্লেক্সের শাখাগুলোত ভালো চলছে। প্রশংসিতও হচ্ছে ছবিটি। ছবিটির হল সামনে আরও বাড়বে বলেও জানা গেছে। অন্যদিকে ঐশীর ‘আদম’ সিনেপ্লেক্সে চলছে মোটামুটি।
অপু বিশ্বাস ও জয়ের ‘প্রেম পিরিতের বন্ধন’ হল পেয়েছে কম, দর্শকদের আগ্রহও তেমন নেই ছবিটিকে ঘিরে। ঈদের সিনেমা নিয়ে স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ মানবজমিনকে বলেন, এবার ঈদের সিনেমাগুলোর অবস্থা ভালো। ঈদের ৬টি বাংলা সিনেমা আমরা চালাচ্ছি। এরমধ্যে মোটামুটি সব সিনেমাই ভালো চলছে। গত বছর ‘পরাণ’ ও ‘হাওয়া’র যে সফলতা দেখেছিলাম আমরা, এবারো হয়তো দু-একটি ছবি সেভাবে উঠে আসবে বলেই প্রত্যাশা রাখি।
আমাদের সিনেমাগুলোর মধ্যে ভৌতিক ছবি ‘জ্বীন’র প্রতি দর্শকদের আগ্রহটা একটু বেশি দেখছি। এরপর ‘লিডার’ ও ‘কিল হিম’ও দেখছেন দর্শক। অপ্রত্যাশিত হলেও ‘লোকাল’ ছবিটি ভালো যাচ্ছে বেশ। তবে সপ্তাহ শেষে আসল চিত্রটি আমরা দেখতে পাবো। এদিকে মধুমিতা সিনেমা হলের কর্ণধার ইতেখার উদ্দিন নওশাদ বলেন, আমাদের এখানে ভালো চলছে শাকিব খানের ‘লিডার’।