মৌসুমের বেশির ভাগ সময় শিরোপো দৌড়ে এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু শেষ কয়েক ম্যাচে টানা পয়েন্ট খোয়ানোর পর ম্যানসিটির বিপক্ষে তাদের ম্যাচটাই ছিল শিরোপার দৌড়ে অঘোষিত ফাইনাল। আর সেই ম্যাচেই কিনা আর্সেনাল নিজেদের হারিয়ে খুঁজলো। আর গানারদের উড়িয়ে ফের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন উজ্জ্বল হলো সিটিজেনদের।
ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) গতকাল রাতের ম্যাচে আর্সেনালকে ৪-১ গোলের ব্যবধানে গুঁড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার শিষ্যরা। সিটির পক্ষে জোড়া গোল করেন কেভিন ডি ব্রুইনা। জন স্টোনস ও আর্লিং হালান্দ করেন একটি করে গোল। আর্সেনালের পক্ষে ব্যবধান কমানো গোল করেন রব হোল্ডিং।
ম্যাচের সপ্তম মিনিটেই এগিয়ে যায় সিটি। পাল্টা আক্রমণে ডি-বক্সের বাইরে থেকে কোণাকুণি শটে দলকে এগিয়ে দেন সিটির বেলজিয়ান মিডফিল্ডার ডি ব্রুইনা। বিরতির আগ মুহূর্তে ব্যবধান দ্বিগুণ করেন ইংলিশ ডিফেন্ডার স্টোনস।
ম্যাচের ৫৪তম মিনিটে তৃতীয় গোল পায় সিটি। হালান্দের সঙ্গে বল দেয়া-নেয়া করে ডি-বক্সের ভেতর থেকে ডান পায়ে শটে লক্ষ্যভেদ করেন ব্রুইনা।
৮৬তম মিনিটে ম্যাচে নিজেদের একমাত্র গোলের দেখা পায় আর্সেনাল।
ডি-বক্সে ফাঁকায় বল পেয়ে গোল করেন হোল্ডিং। যোগ করা সময়ে ফের গোলের উৎসব করে সিটি। ফিল ফোডেনের পাসে হালান্দ নিজের একমাত্রটি গোল করেন।
৩৩ ম্যাচে ২৩ জয় ও ৬ ড্রয়ে ৭৫ পয়েন্ট তাদের। ২ ম্যাচ কম খেলা সিটি পিছিয়ে আছে মাত্র ২ পয়েন্টে।