বহদ্দারহাট মোড়ের এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র (প্রতিমন্ত্রী) বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী৷
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে ভোটকেন্দ্রে আসেন মেয়র। এ সময় তিনি সাংবাদিকদের জানান, ভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করছেন। তবে একশ্রেণির লোক আছে যারা জালভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়।
তারা ইভিএমে ভোটগ্রহণকে বিতর্কিত করতে নানা ষড়যন্ত্র করছে।
তিনি বলেন, ইভিএমের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। ইভিএমে ভোট দিতে কোনো ঝামেলা নেই, ধাক্কাধাক্কি নেই। ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনি সত্যিকারের ভোটার কিনা তা যাচাই করা হচ্ছে। এরপর ভোটার পছন্দের মার্কায় সুন্দরভাবে ভোট দিতে পারছেন।
‘এর থেকে সহজ সিস্টেম আর কী হতে পারে। পৃথিবী এগিয়ে যাচ্ছে, প্রযুক্তি এগিয়ে যাচ্ছে। আমরা সবসময় পেছনের কথা চিন্তা করি। এখানে ব্যালটের মতো কোনো সিল লাগে না, কিছু লাগে না। শুধু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ভোট দিলাম। মাত্র ৩০ সেকেন্ড সময় লাগলো। ’ যোগ করেন মেয়র।