বাঁশখালীর সরল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মত্যুবরণকারী মো. রুবেল (২৮) স্থানীয় মোহাম্মদ ফকিরের ছেলে।
তিনি একটি সিএনজি অটোরিকশার গ্যারেজে কাজ করতেন।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
রুবেলের চাচাতো ভাই আবুল বশর জানান, বৈদ্যুতিক মোটর চলাকালে পুকুর নেমে সেটিতে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয় রুবেল। তাকে উদ্ধার করে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইফতিয়াজ আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।