চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত ‘চাটগাঁইয়া ইদ আনন্দ উৎসব’ এ বিশ্বতান তৃতীয় স্থান
‘চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব’ এ লালদিঘীর ময়দানে ‘জব্বারের বলিখেলা’ ও জুম আনন্দমুখর মেলা। এই আনন্দ উৎসবে যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করেছেন বিশ্বতান সংগঠন।
সেই সাথে প্রথমবারের মতো বিশ্বতানের সদস্যগন অংশগ্রহণ এর ফলে তৃতীয় স্থান ও ৫০০০ টাকা প্রাইজ মানি অর্জন করেছে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রধান উপদেষ্টা স্নিগ্ধা আচার্য্য, উপদেষ্টা তপন দাস, সভাপতি নরেন সাহা,সহ সভাপতি নিবেদিতা আচার্য্য, সাধারণ সম্পাদিকা অর্পিতা আচার্য্য, সাংস্কৃতিক সম্পাদিকা অংকিতা আচার্য্য, ক্ল্যাসিক্যাল হেড পৃথুলা বিশ্বাস,নাট্যকলা হেড ফ্লোরা, সদস্যদের মধ্যে ছিলেন প্রমি, তুর্না, দোলা, তনুশ্রী, মুক্তা, পরী, রেশমি, বাবলু, শুভদীপ, ওম, অয়নজয় প্রমুখ। মেন্টরের ভূমিকা পালন করেছেন ডিরেক্টর খোকন মালাকার, প্রচার সম্পাদক সীমান্ত বড়ুয়া, সার্বিক সহযোগিতায় ডিরেক্টর সাংবাদিক মুন্নী আক্তার, প্রধান অতিথি আব্দুর নূর ও বিশেষ অতিথি হাবিবুর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন