কাগজে কলমে এখনও টিকে আছে রিয়াল মাদ্রিদের লা লিগা জয়ের সম্ভাবনা। লক্ষ্যপূরণে মৌসুমের বাকি ম্যাচগুলোয় জয়ের বিকল্প নেই লস ব্লাঙ্কোদের। একইসঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার হার কামনা করতে হবে মাদ্রিদিস্তাদের। স্বপ্ন পূরণের লড়াইয়ে শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে আলমেরিয়াকে ৪-২ গোলে হারায় স্বাগতিকরা। বড় জয় পেলেও রিয়াল কোচ কার্লো আনচেলত্তি সন্তুষ্ট নন।
স্কোরলাইন কিংবা ম্যাচ পরিসংখ্যানে তাকালে আলমেরিয়ার ওপর রিয়াল মাদ্রিদের আধিপত্যই নজরে পড়বে। তবে রিয়াল কোচ আনচেলত্তির আক্ষেপ গোল হজম করা নিয়ে। আলমেরিয়ার কাছে ২ গোল খাওয়া রিয়াল আগের ম্যাচে জিরোনার বিপক্ষে হজম করে ৪ গোল। দুই ম্যাচে ৬ গোল খাওয়া বিশ্বাসই করতে পারছেন না কোচ আনচেলত্তি। আলমেরিয়াকে হারিয়ে তিনি বলেন, ‘আমি রক্ষণ নিয়ে চিন্তিত নই। কারণ জানি যে, আমরা কতটা ভালো খেলতে পারি।
তবে সত্যি বলতে, এটাও বিশ্বাস করতে পারছি না যে, সবশেষ দুই ম্যাচে ছয় গোল হজম করেছি। (শিরোপা থেকে) অনেকটাই দূরে সরে যাচ্ছি আমরা।’
আনচেলত্তি বলেন, ‘আজকে রক্ষণে বেশি মনোযোগ দিয়েছি আমরা। বল হারানোর পর পুনর্দখলে সচেষ্ট ছিলাম আমরা। তবে আরও ভালো করতে হবে। বিরতির ঠিক আগে গোল খাওয়ার পর বিরতিতে ড্রেসিংরুমে বেশ ক্ষুব্ধ ছিলাম আমি। পরে দ্বিতীয় গোলটি হজম করে আরও বিরক্ত হয়েছি। এই ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে। আমার মনে হয় না, সামনের ম্যাচগুলোয় আমরা এত গোল হজম করব।’