চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন পাহাড়তলী ১২নং সরাইপাড়া ওয়ার্ড়ে অগ্নিকাণ্ডের খবর পেয়ে তৎক্ষণাৎ ছুটে যান এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।এ সময় তিনি অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। আগামীতে আরো আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তিনি বলেন, জনগণের দল হিসেবে, বিএনপি সব সময় জনগণের পাশে থাকে।আজকে জনগণের পাশে যাদের থাকার কথা তারা নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের প্রতি তাদের কোন দায়বদ্ধতা নেই। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন। এই সরকার একটি লুটপাট সরকার।লুটপাটের কারণে আজ দেশের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি। চাল,ডাল, তেল এবং মুরগির দাম আকাশচুম্বী। এখনো পর্যন্ত বয়লার মুরগি ২৬০ থেকে ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। সিন্ডিকেট ব্যবসায়ীর কারণে মুরগির দাম আর নামছে না। গরুর মাংসের দাম তো আছেই।সাধারণ মানুষ নিদারুণ অসহায়ের মধ্যে দিন যাপন করছে। তিনি আজ,৩০ এপ্রিল, রবিবার, বিকালে, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ কালে বক্তব্যে এ কথা বলেন।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন নগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক কমিশনার শামসুল আলম শামসুল, মোঃ কামরুল ইসলাম, মহানগর যুবদলের সহ—সভাপতি নুর আহমেদ গুড্ডু, সহ—সভাপতি ফজলুল হক সুমন, সহ—সভাপতি দিদারুল ফেরদৌস, স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, ১২ নং সরাইপাড়া ওয়ার্ড বিএনপির সভাপতি খাজা আলাউদ্দিন, ২৫ নং রামপুর ওয়ার্ড বিএনপি’র সদস্য সচিব হায়দার আলী, মহানগর যুবদলের সহ সাধারণ সম্পাদক তানভীর মল্লিক, মোঃ ইয়াসিন, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমেদ রাজিবুল হক বাপ্পি, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল হক টুটুল, এরশাদ হোসেন পাহাড়তলী থানা যুবদলের সদস্য সচিব শওকত খান রাজু পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিসুজ্জামান টুটুল, সরাইপাড়া ওয়ার্ড যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আজাদ, মোঃ রিয়াদ,ওয়ার্ড বিএনপি নেতা মোহাম্মদ এনাম প্রমুখ নেতৃবৃন্দ।
পরে বন্দর থানা ছাত্রদলের আহ্বায়ক কারাবন্দী আবু রায়হান চৌধুরীর বাসায় যান এবং পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। মামলার সংক্রান্ত বিষয়ে কথা বলেন এবং আবু রায়হান অচিরে আইনি লড়াইয়ের মাধ্যমে মুক্তি পাবে এই আশা ব্যক্ত করেন । সেখান থেকে চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক অসুস্থ আলহাজ্ব এম এ আজিজ কে দেখতে যান এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
বিএনপি সব সময় জনগণের পাশে থাকে
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন