চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকায় জলবায়ু পরিবর্তনজনিত কারনে নগরীতে স্থানান্তরিত হওয়া নিন্ম আয়ের মানুষদের জীবনমান ও জীবিকা মানোন্নয়নে নতুন দুইটি প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে ব্র্যাক।
বৃহস্পতিবার টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর কনফারেন্স রুমে এ প্রকল্পের অবহিতকরন সভায় জানানো হয় ‘ক্লাইমেট ব্রিজ ফান্ড’ এর মাধ্যমে জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক-কেএফ এর আর্থিক সহায়তায় এ প্রকল্প দুটি বাস্তবায়িত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর মাননীয় বীর মুক্তিযোদ্ধা মোঃ রেজাউল করিম চৌধুরী, সভাপতিত্ব করেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম,
সভায় জানানো হয়, জলবায়ূ পরিবর্তনের কারনে সৃষ্ট পরিবর্তিত পরিবেশের সাথে জলবায়ূ অভিবাসীদের খাপ খাওয়ানো এবং তাদের জীবন জীবিকা উন্নয়নের উদ্দেশ্যে নিন্ম আয়ের মানুষের জন্য প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহন করা হয়েছে।
সভায় উপস্থিত ছিলেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, মোবারক আলী, হাজী নুরুল হক, তাসলিমা বেগম,চসিকের বন ও বস্তি উন্নয়ন কর্মকর্তা, বেসরকারি উন্নয়র সংস্থার কর্মকর্তা মোঃ সহিদ উল্য, উপমা মাহবুব, কামাল হোসেন, মাহফুজুর রহমান, আশা পূর্ণা দাশ, মোঃ আব্দুস সেলিম, মোঃ নজরুল ইসলাম মজুমদার, মোঃ মশিউর রহমান, মোঃ ইনামুল হাসান এবং অন্যান্য এনজিও এর প্রতিনিধিবৃন্দ।


