শফিউল আলম, রাউজান প্রতিনিধি: চট্টগ্রামের রাউজানে পুকুরে পানিতে ডুবে মো: তাহমিদ রেজা আলিফ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭-জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে। সেই উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর সর্তা ছিদ্দিক আহম্মদ মিস্ত্রি বাড়ির মো: ফিরোজ আজম এর পুত্র। স্থানীয় লোকজন জানান, খেলতে গিয়ে সেই পুকুরে পড়ে যাই। অনেক খোঁজাখুঁজির পর ভাসমান অবস্থায় পুকুর থেকে উদ্ধার করা হয়। শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেল চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম।
পুকুরে ডুবে শিশুর মৃত্যু
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন


