চট্টগ্রাম নগরের চকবাজারে সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের নিজস্ব বুকশপ ‘আলোকধারা’র শুভ উদ্বোধন
নতুন প্রজন্মের মাঝে জানার আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ‘শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট’এর উদ্যোগে ইসলামি ও সুফিতাত্তিক আধুনিক ও দুস্প্রাপ্য নানা গ্রন্থের পসরা নিয়ে বৃহস্পতিবার বিকেলে নগরের চকবাজারস্থ কলেজ রোডের সাফ আমিন শপিং মলের প্রথম তলায় প্রদর্শন ও বিক্রয় কেন্দ্র ‘আলোকধারা’ বুকশপের শুভ উদ্বোধন হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বিশিষ্ট সমাজবিজ্ঞানী প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট গ্রন্থকার ও সাংবাদিক মোঃ মাহবুব আলম, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব মহসিন কাজী, কর্ণফুলি এ জে চৌধুরী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন চৌধুরী, বাঁশখালী সরকারি আলাওল কলেজের অধ্যক্ষ কাজী মোহাম্মদ সোলাইমান, চট্টগ্রাম চেম্বার কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কর্মকর্তা মোকাম্মেল হক খান, বিশ^সাহিত্য কেন্দ্রের কর্মকর্তা মাসুদ আলম, পিপলস ইন্সুরেন্সের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ সিরাজুল মোস্তফা।
অনুষ্ঠানে বিভিন্ন দরবারের আওলাদ, প্রতিনিধি, শিক্ষাবিদ ও ইসলামি চিন্তাবিদগণ উপস্থিতি ছিলেন। ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম জাফর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্টের মুখ্য সমন্বয়ক অধ্যাপক জহুর উল আলম, প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইন, নির্বাহী কর্মকর্তা (সমন্বয়) মোহাম্মদ রিয়াজ উদ্দিন প্রমুখ।
শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট পরিচালিত প্রদর্শন ও বিক্রয় বুকশপে মিশর হতে সংগৃহিত বিশ্বখ্যাত সুফিদের রচিত বিভিন্ন তাফসির, প্রিয়নবি (দ.)-এর সিরাত সমগ্র, হাদিস সমগ্র, তুলনামূলক বিশ্লেষনধর্মী গ্রন্থ, নারী সুফি বিষয়ক, শিশুতোষ, সুফিতাত্তি¡ক গ্রন্থাদিসহ মাইজভাণ্ডারিয়া ত্বরিকা সম্পর্কিত এবং হযরত গাউসুল আযম মাইজভাণ্ডারীর খলিফা দরবারসমূহ হতে প্রকাশিত নানাগ্রন্থ স্থান পেয়েছে।