তারুণ্যের সমাবেশ
আগামীকাল ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ‘তারুণ্যের সমাবেশ’ করবে বিএনপি। যুবদল, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদলের যৌথ উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। এদিন ঢাকায় বড় শোডাউন করতে চায় বিএনপি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, আমরা মনে করি দেশের সকল অধিকার বঞ্চিত তরুণ সমাজ আমাদের এই সমাবেশে উপস্থিত হবে। আগামীকাল ইনশাআল্লাহ, এই নগরী তরুণের নগরীতে পরিণত হবে।
নতুন কর্মসূচির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই কর্মসূচি শেষ করে আমরা আবার বসবো। সেখানে কর্মসূচি নির্ধারণ করা হবে। পরবর্তীতে সংবাদ সম্মেলন করে আমরা কর্মসূচি ঘোষণা করবো। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আলোচনা সাপেক্ষেই জায়গা নির্ধারণ করেছি। এই সমাবেশ বেলা ২টায় শুরু হবে।
যুবদল সভাপতি বলেন, আগে অনুষ্ঠিত হওয়া ৫টি তারুণ্যের সমাবেশে প্রশাসন থেকে আমাদেরকে সার্বিক সহযোগিতা করা হয়েছে। আমরা গতকাল ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে গিয়েছিলাম।
মৌখিকভাবে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের অনুমতি দিয়েছেন। আমরা প্রশাসনের কাছে আহ্বান জানাবো, এই ন্যায়সম্মত দাবির প্রতি আপনাদের মানসিক সমর্থন আমাদের সাথে থাকবে। তিনি আরও বলেন, এই ফ্যাসিস্ট ও ভোট ডাকাত সরকারের কারণে ৪ কোটি ৭০ লাখের অধিক নতুন ভোটার তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে। এই কারণে সেইসব মেধাবী তরুণদের পক্ষে আমরা মাঠে নেমেছি। যোগ্যতা থাকা সত্ত্বেও আওয়ামী লীগ না করার কারণে যাদেরকে ভেরিফিকেশনে চাকরি থেকে বাদ দেয়া হচ্ছে। এভাবে যদি একটি দেশ চলে, আর প্রশাসন যদি মেধাহীনদের দিয়ে সাজানো হয় তাহলে এক সময় এই প্রশাসন ভেঙে পড়বে। এই তরুণদের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলনে নেমেছি। আর আমাদের যৌক্তিক দাবির সঙ্গে তরুণ সমাজও মাঠে নেমেছে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, আজকে বাংলাদেশে বৈষম্য সৃষ্টি করছে এই সরকার। দেশকে দ্বিধা-বিভক্ত করে ফেলেছে। ভোটের অধিকার হরণ করেছে। এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আন্দোলন করছি। কারণ আমরা মানুষের ভোটের অধিকার মানুষকে ফিরিয়ে দিতে চাই।
সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন, ছাত্রদল সভাপতি কাজী রওনাকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল উপস্থিত ছিলেন।