মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে মুখোশ পরে ২ যুবলীগ কর্মীর উপর হামলা ও মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় বিএনপি সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২৫ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। আহত যুবলীগ কর্মী সাজ্জাত হোসেন সজিব বাদি হয়ে বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে মিরসরাই থানায় মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাখাওয়াত হোসেনকে প্রধান আসামী করা হয়েছে। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক চেয়ারম্যান সালাহ উদ্দিন সেলিম সহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, ‘নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচনের জন্য চলমান আন্দোলনকে নৎসাত করতে আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজেরা ঘটনা ঘটিয়ে বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নামে মামলা দিচ্ছে। মামলা-হামলা করে আন্দোলনকে থামানো যাবে না। অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবী জানান তিনি।’ মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, বৃহস্পতিবার কমলদহ এলাকায় একটি মোটরসাইকেলে আগুন ও দুই যুবলীগ কর্মীর উপর হামলার ঘটনায় আহত সাজ্জাত হোসেন সজিব বাদি হয়ে থানায় একটি মামলা (নং-১৩) দায়ের করেছেন। মামলায় ২৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ১২৫ জনকে আসামী করা হয়। এজাহারনামীয় আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি। প্রসঙ্গত, বৃহস্পতিবার (২০ জুলাই) বিকাল ৪ টায় উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের কমলদহ এলাকায় যুবলীগের দুই কর্মী সজিব ও মামুনের উপর হামলার ঘটনা ঘটে। এসময় তাদের ব্যবহৃত মোটরসাইকেলে ভাংচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
মিরসরাইয়ে বিএনপির দেড় শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন