গুগল এবার পরীক্ষামূলকভাবে আরেকটি অভিনব কাজ শুরু করছে। তারা এবার কৃত্রিম বুদ্ধিমত্তার আরেকটি সংস্করণ তৈরি করছে। এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা যা সংবাদ লিখতে পারবে। বর্তমান বিশ্বে দ্রুত ও কার্যকর পদ্ধতিতে সংবাদ পরিবেশন করাই ক্রেডিট। সেই চ্যালেঞ্জটি গুগল নিচ্ছে।
এই প্রজেক্টের কোডনেম জেনেসিস। বলা হচ্ছে, কৃত্রিম বুদ্ধিমত্তাটি তথ্য নিয়ে খবর বানাতে পারবে। তবে এই কৃত্রিম বুদ্ধিমত্তাটি কোনো সংবাদমাধ্যম হয়ে উঠবে এমন নয়৷ বরং একজন সাংবাদিকের ব্যক্তিগত সহকারি হয়ে উঠবে টুলটি। অন্তত গুগলের এমনই দাবি। গুগল ইতোমধ্যে ওয়াশিংটন পোস্ট, নিউইয়র্ক টাইমসের মতো পত্রিকার অনেককে পিচ করে দেওয়া হয়েছে টুলটি। তবে নিউইয়র্ক টাইমসের অনেক সাংবাদিক জানিয়েছে, এই টুল এখনও সংবাদ পরিবেশনের পদ্ধতিটিই বুঝতে পারেনি। একটি সংবাদ নিরপেক্ষ ও সঠিক হিসেবে দাঁড় করানোর সক্ষমতার জায়গার অভাব টুলের রয়েছে।
তবে একথা তারা জানিয়েছে, কোনো সাংবাদিক শিরোনাম এবং বিভিন্ন লেখার স্টাইল অনুসরণ করার জন্য এই টুলটি ব্যবহার করতে পারেন। অনেক করপোরেশন অবশ্য কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে কন্টেন্ট জেনারেট করছে। কিন্তু যখন সংবাদমাধ্যমের প্রসেস করা হয় ডাটা তখন একটু আলাদা পদ্ধতিই অনুসরণ করতে হয়। সিনেটের কাছে যে পিচ দেওয়া হয়েছে তারা অন্তত অর্ধেক নিউজ কন্টেন্টই ঠিক করতে হয়েছে বলে জানিয়েছে। তবে গুগল চ্যালেঞ্জ নিয়েছে। সামনেই হয়তো দেখা যাবে গুগলকে এই টুল সঠিকভাবে ব্যবহার করতে।