বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ভিন্নমত দমনে ব্যবহার করছেন ক্ষমতাসীনরা।
রোববার (২৩ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
পুলিশ কর্মসূচিতে আসা বিএনপি কর্মীদের মোবাইল ফোন ছিনিয়ে নিচ্ছে দাবি করে মির্জা ফখরুল বলেন, ‘সরকারের নির্দেশে গোয়েন্দারা আমার মোবাইল নিয়ে গেছে। পরে সেটি ক্লোন করে ডিজিটালি নির্যাতন চালানো হচ্ছে বিএনপির ওপর।’
বিএনপির আন্দোলন, সমাবেশ দমাতে সরকারের নতুন হাতিয়ার ইন্টারনেট শাট ডাউন ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন করা। বিএনপির কর্মসূচির দিনগুলোতে বার বার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেয় সরকার।
বিএনপি মহাসচিব বলেন, ইসরাইল থেকে কেনা প্রযুক্তি এনে সরকার জনগণের ওপর নজরদারি করছে। বিএনপি কর্মীদের আইডি হ্যাক করে তাদের নামে বিভিন্ন মামলা দিচ্ছে সরকার।