রাউজানের আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দারা তৃপ্তি সহকারে খেয়েছেন মৌসুমীসহ সবধরনের ফলে ।গতি ২৩ ই জুলাই রবিবার সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যােগে সেখানে বিভিন্ন ধরনের ফল নিয়ে যান সংগঠনের সমাজ কর্মীরা। সংগঠনের সভাপতি এসে এম আবুল ফজল, সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী ও যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম (খোকন) এর নেতৃত্বে আম, আনারস, কলা, কাঠাল, পেয়ারা ও দইসহ অন্যান্য ফল নিয়ে ও-ই বৃদ্ধাশ্রমে যায়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এর উন্নয়ন ও দপ্তর এর পরিচালক অধ্যাপক ড.কাজী দেলোয়ার হোসেন। উপস্থিত ছিলেন সিনিয়র সহসভাপতি নুর মোহাম্মদ বাহাদুর, একনম্বর নির্বাহী সদস্য কাজী এ এম এম মমতাজুল ইসলাম ও সংগঠনের জীবন সদস্য প্রবাসী মাছুম তালুকদার প্রমুখ।
বৃদ্ধাশ্রমের বাসিন্দারা তৃপ্তি সহকারে বিভিন্ন ধরনের ফলের স্বাদ নেন।তারা ফল নিয়ে সেখানে যাওয়ায় নেতৃবৃন্দ কে দোয়া করেন।এই সময় প্রধান অতিথি অধ্যাপক ড.কাজী দেলোয়ার হোসেন বলেন, মানবতার সেবায় সবচেয়ে বড় ধর্ম। মানুষকে তৃপ্তি সহকারে খাওয়াতে পারা ইবাদতের একটি অংশ। এই জন্য সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
আমেনা বশর বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের সদস্যদের নিয়ে মৌসুমী ফল উৎসব
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন