মিরসরাই প্রতিনিধি: মিরসরাইয়ে ৩ দিনব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। ‘কৃষিই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বুধবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ইসমত আরা ফেন্সী, সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাষ্টার, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টারসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায় বলেন, নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বুধবার ২৬ জুলাই থেকে আগামী ২৮ জুলাই পর্যন্ত তিনদিনব্যাপী এই মেলা চলবে অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এবার প্রায় ১১ টি স্টল পদর্শিত হয়েছে।
মিরসরাইয়ে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন