চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজ বুধবার ডেঙ্গু মশার উৎসস্থল ধ্বংসে যৌথভাবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন ও রাজস্ব কর্মকর্তা সৈয়দ শামসুল তাবরীজ। নগরীর চকবাজার, কাতালগঞ্জ ও সিরাজুদ্দৌলা রোড এলাকায় ডেঙ্গু রোগ প্রতিরোধে এডিস মশার উৎসস্থল শতাধিক বাসা বাড়ির ছাদ বাগান ও নির্মাণাধীন ভবন ড্রোন দিয়ে জরিপ করা হয়। অভিযানে নির্মাণাধীন ভবনের নীচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় ১৬ ভবন মালিকের বিরুদ্বে মামলা রুজু পূর্বক ১ লক্ষ ২১হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অংশ নেন সিটি মেয়রের একান্ত সচিব ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মুহাম্মদ আবুল হাসেম, ম্যালিরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মে. সরফুল ইসলাম মাহি সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
এডিস মশার লার্ভা পাওয়ায় ১৬ ভবন মালিককে জরিমানা আদায়
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন