বিএনপি কিংবা আওয়ামী লীগের ৩ সহযোগী সংগঠনকে সমাবেশ করার জন্য পুলিশ অনুমতি দিলে একই শর্ত প্রযোজ্য হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, ঢাকায় এখনও কোন দলকেই সমাবেশ করার অনুমতি দেয়া হয়নি। অনুমতি দেয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নেবে ঢাকা মহানগর পুলিশ। আর অনুমতি দেয়া হলে দুই দলের ক্ষেত্রেই একই শর্ত প্রযোজ্য হবে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। রাজনৈতিক কোনো দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালনে বাধা নেই মন্তব্য করে মন্ত্রী বলেন, সমাবেশ থেকে সহিংসতা হলে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।
শুক্রবার দুই দলের সমাবেশের কর্মসূচি নিয়ে এক প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দুই দলের জন্য একই নির্দেশনা থাকবে। এখন পর্যন্ত আমরা কাউকে অনুমতি দিইনি। আমাদের কমিশনার (ঢাকার পুলিশ কমিশনার) সাহেব এখন বসবেন। সিটি করপোরেশনের পুলিশ কমিশনার এটি নিয়ন্ত্রণ করে থাকেন। তিনি বসে সিদ্ধান্ত নেবেন কি করবেন।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবসের কর্মসূচি জানাতে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল।
সংবাদ সম্মেলন করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।