পবিত্র আশুরার ঠিক একদিন আগে সিরিয়ার রাজধানী দামেস্কের দক্ষিণে একটি শিয়া মাজারের কাছে বোমা বিস্ফোরণে ছয়জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন ২০ জনেরও বেশি।
বৃহস্পতিবার (২৭ জুলাই) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সিরিয়ার সবচেয়ে জনপ্রিয় শিয়া তীর্থস্থান সাইয়েদা জেইনাব মাজারের কাছে একটি ট্যাক্সির সামনে মোটরসাইকেলটি বিস্ফোরিত হয়। এটিকে ‘সন্ত্রাসী বোমা হামলা’ বলে অভিহিত করা হয়েছে।
দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানিয়েছে, অজ্ঞাত কিছু ব্যক্তি ট্যাক্সিতের বোমা রেখেছিল যার কারণে এই বিস্ফোরণ ঘটে।
বার্তা সংস্থা এএফপি নিউজ এজেন্সিকে ৩৯ বছর বয়সী সরকারি কর্মচারী ইব্রাহিম বলেন, ‘আমরা হঠাৎ করে একটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছি এবং এরপরপরই মানুষজন এলাকা ছাড়ার জন্য পালাতে শুরু করেন। এরপর ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স আসে এবং নিরাপত্তারক্ষীরা চারদিক ঘিরে ফেলে।’
তিনি বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর নাতনি ও ইমাম আলীর কন্যা সাইদা জিনাবের মাজার থেকে প্রায় ৬০০ মিটার দূরে একটি নিরাপত্তা ভবনের কাছে বিস্ফোরণ ঘটে।
লন্ডনভিত্তিক মনিটর সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের প্রধান মিত্র ইরানি মিলিশিয়ারা যেখানে অবস্থান করছিল তার খুব কাছাকাছি বিস্ফোরণ হয়েছে।