পুলিশকে সময় জানানো হয়েছিলো বাদ জোহর। কিন্তু সকালেই মিছিল কর্মসূচি বাস্তবায়ন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখা। পুলিশ বুঝে ওঠার আগেই তাদের ঝটিকা মিছিল শেষ হয়। ফলে কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিত ছাড়াই বগুড়া জামায়াত তাদের কর্মসূচি সমাপ্ত করেছে।
আজকের বিক্ষোভ ছিলো মূলত কেন্দ্র ঘোষিত। দলটি কেয়ারটেকার সরকারের অধীনে জাতীয় নির্বাচন, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া শহরে বিক্ষোভ মিছিল করেছে। রোববার সকাল ৯টায় শহরের ব্যস্ততম বড়গোলা মোড়ে শুরু হয়ে মিছিলটি দত্তবাড়ী মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী বগুড়া শহর শাখার আমীর ও বগুড়া-০৬ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, জেলা সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, শহর সেক্রেটারি অধ্যাপক আ,স,ম আব্দুল মালেক, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল হাকিম প্রমুখ। বক্তারা অবিলম্বে সরকারকে পদত্যাগ করে কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচনের দাবি জানান।
উল্লেখ্য, কেন্দ্র ঘোষিত বিক্ষোভ কর্মসূচি পালনে সহযোগিতা চেয়ে শনিবার দুপুরে পুলিশ সুপারের নিকট আবেদন করে বগুড়া শহর জামায়াত। আবেদনপত্রে বাদ জোহর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করার কথা ছিল। কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইতিবাচক সাড়া না পাওয়ায় তারা সকালে ঝটিকা মিছিল বের করে।