চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোটার উপস্থিতি খুবই কম। সকাল সাড়ে ৮টায় ওই কেন্দ্রে ১০/১২ জন ভোটারকে লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিকে সকাল ৮টা ২০ মিনিটে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন। ভোট দেওয়া পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মোট ১৫৬টি কেন্দ্রের ২০১টি বুথে ভোটগ্রহণ হচ্ছে। এই উপনির্বাচনে ১ জন স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।