গত বছর পরিচালক রায়হান রাফি রাজ-মিমের সম্পর্ক নিয়ে কথা বলায় ক্ষিপ্ত হন চিত্রনায়িকা পরীমনি। এরপর দ্বন্দ্বে জড়ান তারা। রাফিকে রীতিমতো ‘দালাল’ আখ্যা দিয়েছিলেন পরী। আর এ কারণেই দু’জনের সম্পর্কে চিড় ধরে। তবে বর্তমানে সেই বিভেদ ভুলে ফের এক হয়েছেন তারা। বলা চলে, নায়িকা ও নির্মাতার মধ্যকার অভিমান-অভিযোগ ঘুচেছে! তেমনটাই ইঙ্গিত পাওয়া গেল পরীমনির ফেসবুক পোস্টে। সেখানে দেখা যায়, ছেলেকে কোলে নিয়ে একটি ছবি শেয়ার করেছেন এই নায়িকা। আর মা-ছেলের সুন্দর এই মুহূর্তটি মোবাইলের ক্যামেরায় ধারণ করেন রাফি। ছবির ক্যাপশনে পরী লেখেন, চাচা বাদ, অনলি মামা ইজ রিয়েল। সঙ্গে জুড়ে দেন লাভ ইমোজিও।
নিচে রাফিকে মেনশনও করেন এই নায়িকা। আর এতেই বোঝা যাচ্ছে, দুই তারকার মধ্যকার অভিমানের বরফ গলেছে। তাই রাফিকে রাজের ভাই (রাজ্যর চাচা) থেকে সরাসরি নিজের ভাই (রাজ্যর মামা) বানিয়ে ফেললেন পরীমনি।
গত শুক্রবার রাতে তোলা হয়েছে ছবিটি। এদিন নির্মাতার বাসায় ছেলেকে নিয়ে এসেছিলেন এই নায়িকা। এ প্রসঙ্গে রাফি বলেন, তমা-পরী পুরনো বন্ধু। মূলত তাদের আগ্রহেই আমাদের দেখা-সাক্ষাৎ হলো। প্রথমে ওরা রেস্তরাঁয় বসতে চেয়েছে। কিন্তু অনেক ভিড় থাকায় পরী, তমা, রাজ্য আর চয়নিকা দিদি আমার বাসায় আসে। পরী ভালো অভিনেত্রী। তার সঙ্গে কাজ হবেই। তবে আয়োজনটা একেবারেই তাৎক্ষণিক ও পারিবারিক।