এশিয়া কাপে টিকে থাকাই লড়াইয়ে আজ ফের শ্রীলঙ্কার মুখোমুখী হবে বাংলাদেশ। চলতি আসরে দলটির কাছে হেরে এশিয়া কাপ শুরু করে বাংলাদেশ। তবে এবার সেই হারের প্রতিশোধ নিয়ে টিকে থাকতে চায় বাংলাদেশ।
সুপার ফোরের এই লড়াইটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হবে। ম্যাচটি মাঠে গড়াবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে। যেখানকার উইকেট ক্যান্ডির পাল্লেকেলে মাঠের থেকেও ধীরগতির। এছাড়া আচমকা নিচু বাউন্সও ব্যাটারদের বিপদে ফেলতে পারে। তবে এখানে শেষ ৫ বছরে প্রথম ইনিংসে গড়ে রান হয়েছে ২৬৭।
এদিনের ম্যাচে বাংলাদেশ দলের একাদশে একাধিক পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। ওপেনিং জুটিতে এনামুল হক বিজয় ও লিটন দাসের খেলার সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিন একাদশে জায়গা করে নিতে পারেন নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ:
এনামুল হক বিজয়, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, শামীম পাটোয়ারী, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ।


