ছাত্রলীগের দুই নেতাকে থানায় নির্যাতনের ঘটনায় অংশ নেয়ার অভিযোগে এবার শাহবাগ থানার পরিদর্শক (অপারেশনস) গোলাম মোস্তফাকে বদলি করা হয়েছে। একই ঘটনায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) হারুন অর রশীদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার রাতে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের স্বাক্ষরিত এক আদেশে এ বদলির আদেশ জারি হয়। তাকে ডিএমপির সংরক্ষণ দপ্তরে বদলি করা হয়। তার জায়গায় মো. আরশাদ হোসেনকে শাহবাগ থানার নতুন পরির্দশক (অপারেশনস) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এর আগে ভুক্তভোগী ছাত্রলীগের নেতারা এ পরিদর্শকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।
উল্লেখ্য, গত শনিবার রাতে রাজধানীর শাহবাগ থানায় ছাত্রলীগের দুই কেন্দ্রীয় নেতাকে পুলিশ নির্মমভাবে পিটিয়ে আহত করে বলে অভিযোগ ওঠে। ভুক্তভোগীরা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ফজলুল হক হলের সভাপতি আনোয়ার হোসেন এবং ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ।


