চীন ও ভারতীয় পর্যটকদেরকে পৌঁছামাত্র ভিসা দেবে মিয়ানমার। রাষ্ট্রীয় মিডিয়াকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে বলা হয়, দেশটিতে ক্ষমতাসীন সামরিক জান্তা বিদেশি ভিজিটর এবং তাদের অর্থকে মিয়ানমারে খরচ করাকে উৎসাহিত করছে। যুক্তরাষ্ট্রের দেয়া নিষেধাজ্ঞা, গৃহযুদ্ধে দেশটির অর্থনীতির অবস্থা শোচনীয়। এ কারণে এক বছরের জন্য পরীক্ষামূলকভাবে এই দুটি দেশের পর্যটকদের আকৃষ্ট করার পরিকল্পনা নিয়েছে সরকার। সামরিক জান্তার অভিবাসন বিষয়ক মন্ত্রণালয়কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার।
এতে বলা হয়েছে, মিয়ানমারে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে এমন স্থান বাদে সব জায়গা ভ্রমণ করতে পারবেন ভিসা নেয়া পর্যটকরা। বর্তমানে যে নিয়ম চালু আছে, তাতে চীন ও ভারতের নাগরিকদেরকে মিয়ানমার সফর করতে হলে তাদের দূতাবাসে অনলাইনে আবেদন করতে হয়।
মিয়ানমারে ২০২১ সালের ১লা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান ঘটে। তখন থেকেই সামরিক জান্তা বিরোধীদের দমনপীড়ন চালিয়ে যাচ্ছে। তা সত্ত্বেও তারা দেশের বিপুল অংশ এখনও নিয়ন্ত্রণে নিতে পারেনি। চলমান গৃহযুদ্ধের কারণে যুক্তরাষ্ট্র এবং অস্ট্রেলিয়ার নাগরিকদের মিয়ানমার সফরে না যেতে পরামর্শ দেয়া হয়েছে।
মিয়ানমারের সঙ্গে দীর্ঘ সীমান্ত রয়েছে চীন ও ভারতের। এর বেশির ভাগই স্পর্শকাতর।