নিজস্ব প্রতিবেদক: পবিত্র মাহে রবিউল আউয়াল ও ঈদে মিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষে ফটিকছড়ি উপজেলার নানুপুরে খলিফায়ে গাউছুল আজম, গাউছে মোকাররম হযরত মাওলানা শাহসূফী ছৈয়দ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ)”এর রওজা মোবারক থেকে জশনে জুলুস শুরু হবে। জশনে জুলুস উপলক্ষে সকাল ৯টার সময় চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলা থেকে সকল আশেকে রাসূল (সাঃ), আশেকানে গাউছুল আজম মাইজভান্ডারি (কঃ), আশেকানে গাউছে মোকাররম ঈছাপুরী (রহ:) এর ভক্তরা উপস্থিত থাকবেন। এরপর জশনে জুলুস শুরু হয়ে গাউছুল আযম মাইজভান্ডারী(ক:) এর দরবার শরীফে সমবেত হবেন। ঈছাপুরী দরবার শরীফ সাজ্জাদানশীন শাহজাদা আলহাজ্ব ছৈয়্যদ এহছানুল করিম ঈছাপুরী আল মাইজভান্ডারী বলেন, আগামী ১লা রবিউল আউয়াল ও পবিত্র ঈদে মিল্লাদুন্নবী (সাঃ) উপলক্ষে ঈছাপুরী দরবার শরীফে জশনে জুলুস অনুষ্ঠিত হবে। এতে সকল আশেকে রাসূল (সাঃ), আশেকানে গাউছুল আজম মাইজভান্ডারি (কঃ), আশেকানে গাউছে মোকাররম ঈছাপুরী (রহ:) এর প্রতি দ্বীনি দাওয়াত রইল।
জশনে জুলুস শুরু হবে শাহসূফী ছৈয়দ আবদুচ্ছালাম ঈছাপুরী (রহঃ)”এর রওজা মোবারক থেকে
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন