কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাই লেকের জীবতলী চেয়ারম্যান পাড়া হয়ে নদীপথে নৌকাযোগে পাচারকালে ৭ লাখ টাকা মূল্যের কাঠ আটক করা হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত প্রায় ১১টায় ১০ আর ই ব্যাটালিয়ন ও রাঙামাটি দক্ষিণ বন বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে। জানা গেছে, সংঘবদ্ধ একটি পাচারকারী দল নৌকাযোগ কাঠ পাচারকালে সেনাবাহিনী ও বন বিভাগ যৌথ অভিযান চালিয়ে ১৬৯ টুকরা সেগুন কাঠ ও ৫৩ টুকরা গামার কাঠ আটক করে। উদ্ধার করা কাঠের পরিমান ৩১০ দশমিক ৮৯ ঘনফুট। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, যৌথবাহিনী অভিযান চালিয়ে পাচারকালে কাঠগুলো আটক করতে সক্ষম হয়। এসময় সহকারী বন সংরক্ষক মাসুম আলমসহ সেনা ও বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন। আটক কাঠ গুলো কাপ্তাই রেঞ্জ অফিসে জমা করা হয়েছে। এব্যাপারে একটি বন মামলা রুজু করা হয়েছে।
যৌথ বাহিনীর অভিযানে পাচারকালে কাপ্তাই লেক থেকে কাঠ আটক

সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন