ব্যক্তির উপর করের বোঝা কমাতে করজালের আওতা বৃদ্ধির কৌশল নেয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার নগরীর লালদিঘীস্থ চসিক লাইব্রেরি ভবনে আয়োজিত করমেলায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর দেখলাম গৃহকরের ভ্যালুয়েশন নিয়ে জনগণ আতঙ্কিত হয়ে পড়েছে। দায়িত্ব নিয়েই জনগণকে করের বোঝা থেকে মুক্তি দিতে প্রতিটি ট্যাক্স সার্কেলে গণশুনানির আয়োজন করেছি। জনগণের বক্তব্য শুনে, যাচাই করে আপিল করা করদাতাদের গৃহকর সহনশীল পর্যায়ে এনে দিয়েছি।
“নগরীর চলমান উন্নয়ন প্রবাহকে সচল রাখতে রাজস্ব আদায় বাড়াতে চেষ্টা করছি। তবে, ব্যক্তির উপর করের বোঝা কমাতে করজালের আওতা বৃদ্ধির কৌশল নেয়া হয়েছে। যারা কর ফাঁকি দেয় তাদেরকে করের আওতায় এনে সাধারণ নাগরিকদের করছাড় দেয়া হচ্ছে।”
সভাপতির বক্তব্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, করদাতাদের সাথে চসিকের রাজস্ব বিভাগের কর্মীদের আচরণের ক্ষত্রে সংবেদনশীল হতে হবে। মনে রাখতে হবে আপনারা চসিকের অ্যাম্বেসেডরের ভূমিকা পালন করেন। আপনাদের আচরণের উপর চসিকের ভাবমূর্তি নির্ভর করছে। ইতোমধ্যে রাজস্ব আদায় বাড়াতে আমরা সেরা করদাতাদের পুরস্কৃত করেছি। এ ধরনের সৃজনশীল পদক্ষেপের মাধ্যমে চসিককে স্বনির্ভর করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী এবং নীলু নাগ। আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, হাজী নুরুল হক, রুমকি সেনগুপ্ত, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, কর কর্মকর্তা মো. সেলিম উদ্দিন শিকদার।