হাটহাজারী প্রতিনিধিঃ হাটহাজারী উপজেলার নবাগত ইউএনও এবিএম মশিউজ্জামান এর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন ঐতিহ্যবাহী হাটহাজারী প্রেস ক্লাবের কর্মকর্তারা। বুধবার (২০সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রেস ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কেশব কুমার বড়ুয়া, সহ-সভাপতি মোহাম্মদ হোসেন, সাধারণ সম্পাদক এইচ এম মনসুর আলী, নির্বাহী সদস্য খোরশেদ আলম শিমুল, সদস্য বীর মুক্তিযোদ্ধা দিদারুল আলম দুলাল, আজিুজুল ইসলাম, মো.আলাউদ্দীন প্রমুখ । এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক। এ সময় নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান প্রেস ক্লাব কর্মকর্তাদের বিভিন্ন কথা মনোযোগ সহকারে শুনেন। তিনি বলেন, সরকারের নির্দেশনা সঠিক ভাবে মেনে উপজেলা পরিষদ পরিচালনা করা, উপজেলার উন্নয়ন এবং জনসাধারনের সকল প্রকার সেবা নিশ্চিত করার লক্ষ্যে তিনি কাজ করে যাবেন। তার কোনো ভুলত্রুটি থাকলে তা শোধরিয়ে দিয়ে সহযোগিতা করার জন্য তিনি হাটহাজারী প্রেস ক্লাব কর্মকর্তাদের প্রতি আহ্বানও জানান।
হাটহাজারীর নবাগত ইউএনও’র সাথে হাটহাজারী প্রেস ক্লাব কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ
সংবাদটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন