মুক্তিযুদ্ধ থেকে বঙ্গবন্ধু হত্যাকান্ড পরবর্তী প্রতিটি রাষ্ট্রীয় দু:সময়ে বীর মুক্তিযোদ্ধা কাজী ইনামুল হক দানু সাহসী ভূমিকা পালন করেছেন বলে মন্তব্য করছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার নগরীর বায়তুস সালাত জামে মসজিদে কাজী ইনামুল হক দানুর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মুনাজাতের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মেয়র বলেন, মুক্তিযুদ্ধে তিনি বিএলএফের গ্রুপ কমান্ডারের দায়িত্ব পালনকালে চট্টগ্রামের তরুণ মুজিবসেনাদের ঐক্যবদ্ধ করেন। স্বাধীন হওয়ার পর দেশ পুনর্গঠণ এবং বঙ্গবন্ধুর সপরিবারে হত্যার পর আওয়ামী লীগের দু:সময়ে তিনি দলকে ঐক্যবদ্ধ রাখতে অগ্রনী ভূমিকা পালন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী, হাসান মুরাদ বিপ্লব, নাজমুল হক ডিউক, নূর মোস্তফা টিনু এবং চট্টগ্রাম মহানগর জাতীয় শ্রমিক লীগ সভাপতি বখতিয়ার উদ্দিন খান। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন কলামিস্ট ড. মাসুম চৌধুরী।