অভিনেতা মোশারফ ভূঁইয়া পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেলুনের কারিগর মোহাম্মদ মোশারফ, মোহাম্মদ লিটন ও শান্ত মারাক, নাট্যকর্মী শাহীন বাদশা ও মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে আমিনুল হক আমীন বলেন, ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে একটি চমকপ্রদ উদ্যোগ। এর উদ্যোক্তা গোলাম মাওলা জসিমের প্রতি কৃতজ্ঞতা জানাই। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে বইয়ের প্রতি মানুষের অনীহা চলে এসেছে। এ অবস্থায় ‘সেলুন পাঠাগার বিশ্বজুড়ে’ বাংলা ভাষাভাষী মানুষকে বইমুখী করবে। বই পড়া খুবই জরুরি। সেলুনে বই রাখা একটি সুন্দর পরিকল্পনা। এর ফলে মানুষ মোবাইল না দেখে বই পড়বে। মানুষের মধ্যে বই পড়ার স্পৃহা তৈরি হবে।’
উল্লেখ্য, কবি গোলাম মাওলা জসিমের ব্যক্তিগত অর্থায়নে ব্যতিক্রমী এই কার্যক্রমের আওতায় দেশের শতাধিক সেলুনে দুই বাংলার জনপ্রিয় লেখদের বই সম্বলিত বুক সেলফ শোভা পাচ্ছে। যেখানে সাধারণ মানুষ বই পড়ার অভ্যাস তৈরি করার পাশাপাশি জ্ঞান আহরণ করছেন।’